ইনসাইড বাংলাদেশ

উইমেন স্পিকার্স সামিটে গেলেন ড. শিরীন শারমিন


প্রকাশ: 06/03/2024


Thumbnail

প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলির উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে ফ্রান্সে গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১টায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়ে যান স্পিকার। বুধবার (৬ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানায়।

সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে তার সফর সঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফর সঙ্গীরা আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভ্রমণ শেষে স্পিকার আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭