ইনসাইড গ্রাউন্ড

‘দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করতে পারে বাংলাদেশ’


প্রকাশ: 06/03/2024


Thumbnail

গত দেড় বছরে টি-টোয়েন্টি সংস্করণের সিরিজে হারের রেকর্ড নেই বাংলাদেশের। তবে নতুন বছরে ঘরের মাঠে শ্রীলংকার কাছে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে টাইগাররা। আর তাতেই তিন ম্যাচের টি-২০ সিরিজটি হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছে স্বাগতিকদের। যদিও সিরিজ রক্ষার আশা এখনো শেষ হয়নি। সেই লক্ষ্যেই আজ সিরিজের দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে হেরেছে টিম টাইগার্স। তবে নিজ দেশের পারফরম্যান্সে খুশি শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কনসাল্টেন্ট সনাথ জয়সুরিয়া।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করেন জয়সুরিয়া। মঙ্গলবার সিলেটে এসেছেন জয়সুরিয়া।

এর আগে বাংলাদেশে বহুবার পা রেখেছেন সনাথ জয়সুরিয়া। কখনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে কখনো টুর্নামেন্ট খেলতে কখনো বা প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিকেটার হিসেবে। তবে এবারের আগমন একটু আলাদা। গেল ডিসেম্বরে ১ বছরের চুক্তিতে লঙ্কানদের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক। লক্ষ্য টি-২০ বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানো। সে উদ্দেশ্যে প্রথম টি-২০র পর দলের সঙ্গে যোগ দিয়েছেন এ লঙ্কান গ্রেট।

শ্রীলংকার পরামর্শক সনাথ জয়সুরিয়া বলেন, ‘পরামর্শক হিসেবে আমি বেশ কিছু লক্ষ্য নিয়ে কাজ করছি। দলের ব্যাটিং ডেপথ বাড়ানো তার একটি। প্রথম ম্যাচ দেখে আমি সন্তুষ্ট। টপ অর্ডার রান পেলে যে কোন দলের জন্য জয় সহজ হয়ে যায়। চাপের সময় শানাকা যেভাবে বল করেছে তাও প্রশংসনীয়।’

প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলে বাংলাদেশ। নেপথ্যে জাকের আলী। তবে তিনি এ ক্রিকেটারের একক কৃতিত্ব দিতে নারাজ। জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। প্রথম ম্যাচে যেভাবে বাউন্স ব্যাক করেছে দ্বিতীয়টাতেও তেমন করতেই পারে। সেই সামর্থ্য তাদের আছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭