ইনসাইড গ্রাউন্ড

শেষ আটের লক্ষ্যে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ


প্রকাশ: 06/03/2024


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলছে শেষ আট নিশ্চিতের লড়াই। যেখানে আজ (বুধবার) রাতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার মিশনে রাত ২টায় লড়বে ম্যানচেস্টার সিটি-এফসি কোপেনহেগেন আর রিয়াল মাদ্রিদ-আরবি লাইপজিগ।

প্রথম লেগের ম্যাচে আরবি লাইপজিগের মাঠে খেলতে গিয়ে ব্রাইহাম দিয়াজের কল্যাণে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা। সবশেষ লিগ ম্যাচে রিয়ালের অন্যতম সেরা তারকা জুড বেলিংহ্যাম লাল কার্ড দেখলেও, চ্যাম্পিয়নস লিগে তার খেলতে কোনো বাধা নেই। দলে নতুন কোন চোট নেই। তবে পুরনো ইনজুরিতে এখনও মাঠের বাইরে কোর্তোয়া, ডেভিড আলাবা ও মিলিতাও।

এদিকে, ম্যাঞ্চেস্টার ডার্বিতে পিছিয়ে পড়েও দল জয় পাওয়ায় খুশি সিটি কোচ পেপ। তবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে ফুটবলারদের মধ্যে যেন কোনওরকম আত্মতুষ্টি কাজ না করে, সেদিকে নজর রেখেছেন এই অভিজ্ঞ কোচ। প্রথম লেগে দল ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় বুধবার ঘরের মাঠে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন তিনি। নিয়মিত প্রথম একাদশে সুযোগ না ফুটবলারদের শুরু থেকে দলে রাখতে পারেন পেপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭