ওয়ার্ল্ড ইনসাইড

বিচারপতি থেকে বিজেপি নেতা


প্রকাশ: 06/03/2024


Thumbnail

ভারতের এক বিচারপতি হাইকোর্টের পদ ছেড়ে বিজেপিতে যোগদানের ঘোষণা দিলেন।

মঙ্গলবার (৫ মার্চ) সংবাদ সম্মেলন নিজেই এ তথ্য জানান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই’র একমাত্র পথ বিজেপিতে যোগদান। সেই উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এসময়, তৃণমূলকে ‘যাত্রা পার্টি’ আখ্যা দিয়ে অভিজিৎ বলেন, ভাঙন ধরেছে দলটিতে। খুব শিগগিরই হয়ে যাবে ধ্বংস।

মঙ্গলবার সকালে, প্রেসিডেন্ট দ্রৌপদী মূর্মুর, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পদত্যাগ পত্র জমা দেন অভিজিৎ। এর আগে, তিনি জানিয়েছিলেন, বিচারপতি হিসেবে সোমবারই তার শেষ দিন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭