ইনসাইড গ্রাউন্ড

সাজার মেয়াদ কমলো সিমোনা হালেপের


প্রকাশ: 06/03/2024


Thumbnail

টেনিস তারকা সিমোনা হালেপ। ২০২২ সালে যখন তিনি মেয়েদের র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন, তখনই ডোপিংয়ের দায়ে তাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে অভিযোগের পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন সিমোনা।

অবশেষে প্রায় দুই বছর পর তার সাজার মেয়াদ কমিয়েছে আদালত। চার বছরের সাজা কমিয়ে করা হয়েছে মাত্র ৯ মাস। ফলে এখন যেকোনো সময় টেনিস টুর্নামেন্টে ফিরতে পারবেন সাবেক উইম্বলডন ও ফরাসি ওপেন চ্যাম্পিয়ন।

ইতোমধ্যেই তার সাজার মেয়াদ ৯ মাস পেরিয়ে যাওয়ায় যেকোনো সময় খেলায় ফিরতে পারবেন তিনি। আগামী ফ্রেঞ্চ ওপেন কিংবা উইম্বলডনে কোর্টে দেখা যেতে পারে সাবেক এই নাম্বার ওয়ান তারকাকে।

ক্রীড়ার সর্বোচ্চ আদালত হালেপের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেয়াতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭