ইনসাইড গ্রাউন্ড

রিয়াল কোচ আনচেলত্তির জন্য বড় দুঃসংবাদ


প্রকাশ: 06/03/2024


Thumbnail

কার্লো আনচেলত্তি। নামটি শুনলেই রিয়াল মাদ্রিদের মাঠে খেলার চিত্র সামনে ভাসে। কারণ আনচেলত্তির নেতৃত্বে বর্তমানে দারুণ খেলছে রিয়াল মাদ্রিদ। আর তাই ফুটবল পাড়ায় দিনে দিনে সুনাম বাড়ছে তার।

ইতোমধ্যে চলছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এরই মধ্যে এক দুঃসংবাদ পেয়েছেন আনচেলত্তি। জানা গেছে, কর ফাঁকি দেওয়ার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল মাদ্রিদের এই কোচের।

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ২০১৪-২০১৫ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মেয়াদে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আনচেলত্তির বিরুদ্ধে।

তারা আরও জানিয়েছে, এই অভিযোগে আনচেলত্তিকে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রসিকিউটরের দপ্তর থেকে।

বলা হয়েছে, ২০১৪ সালে ৩ লাখ ৮৬ হাজার ৩৬১ ইউরো কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। পরের বছর এই ইতালিয়ান কোচ ফাঁকি দিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৭১৮ ইউরো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭