ইনসাইড গ্রাউন্ড

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগারদের সম্ভাব্য একাদশ


প্রকাশ: 06/03/2024


Thumbnail

গত দেড় বছরে টি-টোয়েন্টি সংস্করণের সিরিজে হারের রেকর্ড নেই বাংলাদেশের। তবে নতুন বছরে ঘরের মাঠে শ্রীলংকার কাছে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে টাইগাররা। আর তাতেই তিন ম্যাচের টি-২০ সিরিজটি হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছে স্বাগতিকদের। যদিও সিরিজ রক্ষার আশা এখনো শেষ হয়নি। সেই লক্ষ্যেই আজ সিরিজের দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ বাঁচানোর শেষ সুযোগে ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তার দিকে তাকিয়ে দল। কারণ শিশিরের জন্য টস হবে গুরুত্বপূর্ণ।

আর সিরিজ রক্ষার মিশনে স্বাগতিকদের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। রিশাদের জায়গায় তাইজুল খেলতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে টসের আগে।

এদিকে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-জাকের আলীর দুর্দান্ত ব্যাটিংয়ের পরও তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। তবে সিলেটের দর্শকদের মন ভরিয়েছেন এ দু’ব্যাটার। তাই তো দ্বিতীয় ম্যাচকে ঘিরেও দর্শকদের মাঝে রয়েছে বেশ আগ্রহ। এ ম্যাচেও সমর্থকরা চান জ্বলে উঠুক মাহমুদউল্লাহ-জাকেরদের ব্যাট। জয় নিয়ে মাঠ ছাড়ুক স্বাগতিকরা।

এখন পর্যন্ত ১৫৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৬টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৪ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ১০টিতে হেরেছে বাংলাদেশ।

টাইগারদের সম্ভাব্য একাদশ:


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও জাকের আলী।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭