ইনসাইড বাংলাদেশ

চুক্তি থেকে মুক্তি পাচ্ছে প্রশাসন ক্যাডার


প্রকাশ: 06/03/2024


Thumbnail

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের মেয়াদ আর বাড়ছে না। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

উল্লেখ্য যে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের পদটি একটি চুক্তিভিত্তিক পদে পরিণত হয়েছিল। কাজী ওয়াছি উদ্দিন দু দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এর আগে এই মন্ত্রণালয়ের আরেকজন সচিব দিন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে রেকর্ড করেছিলেন। 

একই ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাননি পরিকল্পনা কমিশনের সদস্য একেএম ফজলুল হক। তাকে অবসরে পাঠাচ্ছে সরকার। এর ফলে চুক্তির শৃঙ্খল থেকে প্রশাসন মুক্তি পেতে যাচ্ছে বলেই মনে করছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭