ওয়ার্ল্ড ইনসাইড

চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে চায় চীন-রাশিয়া


প্রকাশ: 07/03/2024


Thumbnail

চাঁদে কোনো একদিন মানুষ বসবাস করবে, এমন আশায় সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় চীন-রাশিয়া। ২০৩৩-২০৩৫ সালের ভেতর এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য তাদের।

মঙ্গলবার (৫ মার্চ) রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র, রসকোমসের প্রধান উরি বরিসভ এ তথ্য জানান। তিনি বলেন, এর ফলে মানুষ একদিন চাঁদে বসতি স্থাপন করতে পারবে।

রুশ মহাকাশ গবেষণা কেন্দ্রের এই প্রধান বলেন, রাশিয়া-চীন যৌথভাবে এই প্রকল্পে কাজ করছে এবং মস্কো যথাসাধ্য এই প্রকল্পে অবদান রাখবে।

তিনি বলেন, সৌর বিদ্যুৎ ভবিষ্যতে চন্দ্র পৃষ্ঠে বসবাসরত মানুষের জন্য যথেষ্ট হবে না। তাই আমরা এই প্রকল্পটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি।

তিনি আরও বলেন, এই প্রজেক্টটি খুবই ঝুঁকিপূর্ণ। কারণ কোনো ধরনের মানুষ ছাড়া সম্পূর্ণ অটোমেটিক প্রসেসে এটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

অতীতেও মহাকাশ নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছে রাশিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। ৪৭ বছর পর চাঁদে একটি মহাকাশযান পাঠানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় গত বছর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭