ওয়ার্ল্ড ইনসাইড

'চীন সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র'


প্রকাশ: 07/03/2024


Thumbnail

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণা অব্যাহত রয়েছে এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। চীনকে দমন করার জন্য যুক্তরাষ্ট্র নতুন নতুন উপায় বের করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ সব কথা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর রয়টার্স। 

ন্যাশনাল পিপলস কংগ্রেসে ওয়াং বলেন, ‘এ কথা আমাদের উল্লেখ করতে হবে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে চলেছে এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি।’

তিনি অভিযোগ করেন, চীনকে দমন করার জন্য নতুন নতুন উপায় বের করে আসছে যুক্তরাষ্ট্র। এ সময় তিনি আরও বলেন, উভয় পক্ষ তাদের ভিন্নতাকে সম্মান করলে এবং স্বীকৃতি দিলে উভয় দেশের মধ্যে বিনিময় চলার আশা করা যেতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭