ইনসাইড গ্রাউন্ড

ভারতীয় নয়া সেনসেশন জসওয়ালের নতুন কীর্তি


প্রকাশ: 07/03/2024


Thumbnail

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। ৫ ম্যাচের সিরিজের মধ্যে ইতোমধ্যেই ৪টি সম্পন্ন হয়েছে। যেখানে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত বাহিনী।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ধর্মশালায় শুরু হয়েছে পঞ্চম এবং সিরিজের শেষ টেস্ট ম্যাচ। যেখানে ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন যশস্বী। এ ম্যাচের প্রথম দিনের ব্যাটিংয়ের মধ্য দিয়ে এক সিরিজে রানসংখ্যায় ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকে।  

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করেছিলেন কোহলি। এবার তাকে ছাপিয়ে গেলেন তরুণ তুর্কি জসওয়াল। চার টেস্টেই ৬৫৫ রান করে ফেলেছিলেন তিনি। আজ ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই টপকে গেলেন কোহলিকে। এবার সামনে শুধু আরেক কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

ধর্মশালায় আজ থেকে শুরু হওয়া পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন যশস্বী। এর মধ্য দিয়ে এক সিরিজে ৭১২ রান করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৭৭৪ রান করেছিলেন তিনি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৫৫ রান করেছিলেন কোহলি।

চলমান সিরিজে প্রথম ম্যাচ থেকেই ফর্মে ছিলেন যশস্বী। ৮০ রান করেছিলেন হায়দরাবাদে। পরের দু’টি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। রাঁচীতে চতুর্থ টেস্টে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ধর্মশালায় প্রথম ইনিংসে করলেন ৫৭ রান। ফলে পাঁচটি টেস্টেই অর্ধ শতরান বা তার বেশি রান করার কৃতিত্ব গড়লেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭