ইনসাইড গ্রাউন্ড

নেপালকে ১০-০ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত


প্রকাশ: 07/03/2024


Thumbnail

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিতে বাংলাদেশের ফাইনালের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত হয়েছিল। বাকি ছিল দ্বিতীয় ফাইনালিস্টের। সেই লক্ষ্যেই আজ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। যেখানে নেপালকে লজ্জায় ডুবিয়ে ফাইনালে উঠেছে ভারত।

বৃহস্পতিবার (৭ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশ ও ভারতের মেয়েররা লড়বে শ্রেষ্ঠত্বের জন্য। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। শ্বাসরুদ্ধকর ও নাটকীয় ফাইনালে কোনো দল হারেনি।

দীর্ঘ নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি। এক মাসের ব্যবধানে বাংলাদেশ ও ভারতের আরেকটি ফাইনাল দেখতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ফাইনালের আগে নিয়ম রক্ষার এ ম্যাচটি প্রস্তুতির জন্য ভালো কাজ দেবে সুরভী আকন্দ প্রীতিদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭