ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধের জন্য আমরা সবসময় প্রস্তুত: রাজনাথ সিং


প্রকাশ: 07/03/2024


Thumbnail

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীমান্ত অঞ্চলে যুদ্ধের জন্য ভারতীয় সেনারা সদা প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) চীনকে উদ্দেশ্যে করে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির ডিফেন্স সামিটেএমন সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

রাজনাথ সিং বলেন, আমাদের সবসময়ই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। এমনকি, শান্তির সময়েও আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। কিন্তু আমরা এখনো কারও ওপর আক্রমণ করিনি, কারও জমিও দখল করিনি।

‘তবে কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার পাল্টা জবাব আমরা অবশ্যই দেব। জল-স্থল কিংবা আকাশ পথে ভারতকে কেউ আক্রমণ করলে তার পরিণতি ভোগ করতেই হবে।’

রাজনাথ সিংয়ের এই মন্তব্য এমন সময় এলো যখন চীন ভারতের চারপাশে নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে আবার মালদ্বীপে চীনের সামরিক উপস্থিতি মোদী সরকারের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়েছে। চীনপন্থি নেতা মোহামেদ মুইজ্জু দ্বীপরাষ্ট্রটির ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপের পাশাপাশি চীনকে নিয়েও ভারতের উদ্বেগ বেড়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭