ইনসাইড গ্রাউন্ড

বাবর-আফ্রিদিদের কোচ হচ্ছেন শেন ওয়াটসন!


প্রকাশ: 08/03/2024


Thumbnail

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর বেশ নড়েচড়ে বসেছে ব্যর্থ দল এবং তাদের ক্রিকেট বোর্ডগুলো। সেই ধারাবাহিকতায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। টিম ম্যানেজমেন্টে থেকে শুরু করে জাতীয় দল সবটাই ঢেলে সাজাচ্ছে তারা।

বর্তমানে পাকিস্তানে চলছে তাদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসন। তবে এবার দেশটির জাতীয় দলের দায়িত্ব পেতে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান, এমনটাই দাবি পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের।

পাকিস্তানের সামা টিভি জানিয়েছে, ওয়াটসনকে প্রস্তাব দেয়ার কথা ভাবছে পিসিবি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি। গুঞ্জন আছে পিএসএলের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন ওয়াটসন।

এদিকে পাক প্যাশন জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের পাশাপাশি নাম এসেছে আরও দুজনের। যেখানে ড্যারেন স্যামির সঙ্গে আছেন মাইক হেসনও। তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে কাজ করছেন। যেখানে মেন্টর হিসেবে দেখা যেতে পারে ভিভ রিচার্ডসকে।

এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭