ওয়ার্ল্ড ইনসাইড

জেলেনস্কিকে হত্যার চেষ্টা হয়নি: রাশিয়া


প্রকাশ: 08/03/2024


Thumbnail

জেলেনস্কিকে হত্যার চেষ্টা করা হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর বক্তব্য, রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির ওপরেই হামলা চালাতে পারতো।

গত ৬ ফেব্রুয়ারি যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণে গ্রিসের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইউক্রেনের ওডেসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। 

জেলেনস্কি এবং গ্রিসের প্রধানমন্ত্রীকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে ইউক্রেন। তবে রাশিয়া ইউক্রেনের এ অভিযোগ অস্বীকার করেছে। 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেডেভ জানিয়েছেন, রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির উপরেই হামলা চালাতো, গাড়ি থেকে ৫০০ মিটার দূরে নয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওই হামলা চালানো হয়নি। 

এদিকে মলডোভার প্রেসিডেন্ট ফ্রান্সে গিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গেই একইরকম ব্যবহার করছে রাশিয়া। যে কোনো সময় তাদের উপরও হামলা হতে পারে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭