ইনসাইড বাংলাদেশ

ইভিএমে ভোটারদের আঙুলের ছাপে বিপত্তি


প্রকাশ: 09/03/2024


Thumbnail

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ইভিএমে ভোটে কিছুটা ধীরগতি রয়েছে। ইভিএম মেশিনে কয়েকজনের আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে সমস্যায় পড়েন। কিন্তু সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। নারী ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্য।

বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চারটি বুথ ঘুরে দেখা যায়, প্রথম পঞ্চাশ মিনিটে একটি বুথে সর্বোচ্চ নয়টি ভোট পড়েছে। অন্য তিনটি বুথে ছয়টি, সাতটি ও চারটি ভোট সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বিভিন্ন কেন্দ্রেই ভোটগ্রহণে ধীরগতি চলছে। ইভিএমে ত্রুটি লক্ষ্য করা গেছে।

তবে পোলিং অফিসারদের দাবি, বিভিন্ন কারণে ভোট গ্রহণ দেরি হচ্ছে। তারা বলছেন, আঙুলের ছাপ নিতে দেরি, ভোটারের ভোট প্রদানে দেরি সবমিলিয়ে ভোট গ্রহণ ধীরগতিতে চলছে।

কালীবাড়ি গুদারাঘাট এলাকার বাসিন্দা মনোয়ারা খাতুন বলেন, আমাদের কাজের হাত। পেঁয়াজ কেটে আঙুলের দাগ মুছে গেছে। এখন ভোট দিতে এসে বিপদে পড়েছি। আঙুলের ছাপ আসে না।

জগ প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর ভোট দিতে যান নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল আটটায় প্রথম ভোট দিতে গিয়ে তারও দেরি হয়েছে।

সাংবাদিকদের তিনি জানান, ইভিএম মেশিনের জন্য সামান্য দেরি হলেও ভোটগ্রহণ চলছে ভালোভাবে।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও বকশীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭