ইনসাইড গ্রাউন্ড

সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ


প্রকাশ: 09/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের মধ্য দিয়েই চলতি বছরে প্রথমবার মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের মধ্যে প্রথম ম্যাচে টাইগাররা হোঁচট খেলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে নাজমুল হাসান শান্তর দল।

আর সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচ নিশ্চিতভাবেই জিততে চাইবে দুই দলই। যে কারণে সিরিজ নির্ধারণী এই ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

শনিবার বেলা সাড়ে ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। সিরিজ নির্ধারণীর এই লড়াইয়ে দেখা যেতে পারে গেল দিনের তারকাদেরই।

বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে, প্রথম ম্যাচে ভালো করতে না পারলে দ্বিতীয় ম্যাচে তারা আশা দেখিয়েছেন। রানে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে লিটন-সৌম্যর পরে দলের ভরসা হয়ে উঠতে পারেন টাইগারদের নেতা।

মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তিনজনেই রয়েছেন দারুণ ছন্দে। যেখানে রিয়াদ ও জাকের চমক দেখিয়েছেন। ফলে তারা একাদশে থাকছেন।

শেষ দিকে ব্যাট হাতে শেখ মেহেদীকে দেখা যেতে পারে। এরপরে বল হাতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে গত ম্যাচে রিশাদ হোসেনকে নেয়া হয়েছিল। এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে।

তৃতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭