ইনসাইড বাংলাদেশ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে জোর করে ফলাফল আদায়ের দাবি


প্রকাশ: 09/03/2024


Thumbnail

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে জোর করে ফলাফল ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের।

শনিবার (৯ মার্চ) ‘তথ্য বিভ্রাট নিরসনের জন্য’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন, ২০২৪-২৫ এর সম্পাদক পদে ফলাফল বিষয়ে বিভিন্ন মিডিয়ায় আমার নামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণরূপে আইনানুগভাবে ভিত্তিহীন হয়। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার পূর্বেই দূঃখজনকভাবে বহিরাগত মাস্তান শ্রেণি কর্তৃক আমার ওপর চাপ সৃষ্টি করে তাহা লিখিত দিতে বাধ্য করা হয়। যদিও ইহা অর্থহীন ঘোষণা, তবুও কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে তাহা ইগনোর করার জন্য অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।

নাহিদ সুলতানা যুথীকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা দেয়া ভুল ছিল বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল খায়ের।

গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণের পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা চলছে। ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি। এরমধ্যে কেবল নাহিদ সুলতানা যুথীকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনার।

ভোট গণনার ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে মারামারিও। এরমধ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭