ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন পাপন


প্রকাশ: 09/03/2024


Thumbnail

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ও তাদের খেলা নিয়ে সমালোচনা যেন এখনও খবরের শিরোনাম হয়ে রয়েছে। কারণ এসময় তামিম-সাকিব দ্বৈরথ থেকে শুরু করে, ব্যাটিং অর্ডার, দল নির্বাচন সবকিছু নিয়েই এক তুমূল কান্ডের সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। এত সব ঘটনার মধ্যেই নতুন করে যুক্ত হয়েছিল বিশ্বকাপে ব্যর্থতাও।

আর সেই ব্যর্থতার কারণ অনুসন্ধানে মূল্যায়ন কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল। সেখান কি ছিল তা নিয়ে বেশ কিছুদিন ধরে ক্রীড়াঙ্গনে চলছে আলোচনা। এবার সেই তদন্ত রিপোর্ট নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (৯ মার্চ) মিরপুরে বিসিবির দশম বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। ৩ পাতার পুরো প্রতিবেদনের কোথাও কারোর নাম নেই।’

নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে পাপন জানান, এখানে কারোর নাম নেই। এমনকি বোর্ড পরিচালকদের রিপোর্টটি দেওয়া হবে বলেও জানান তিনি।

বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

তবে প্রতিবেদনে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তিন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি আজ সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সে সবের মধ্যে নেই।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭