ওয়ার্ল্ড ইনসাইড

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত


প্রকাশ: 09/03/2024


Thumbnail

ঝড় ও বৃষ্টিতে আরব আমিরাতের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় দেশটির পুলিশ  রাত থেকে পরবর্তী কয়েক ঘণ্টার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে।  

শুক্রবার(৮ মার্চ) পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আরব আমিরাতের বাসিন্দাদের সমুদ্র সৈকতে যাওয়া থেকে বিরত থাকা, নৌযানে চলাচল না করা, বন্যা প্রবণ এলাকায় ঘুরতে না যাওয়া এবং গাড়ি চালাতে সতর্কতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরব আমিরাতের বাসিন্দাদের আবহাওয়া সংতর্কবার্তা পাঠিয়ে শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। 

গত মাসেও আরব আমিরাতে ভয়াবহ বৃষ্টি এবং বজ্রপাত হয়। এতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে আসে। 

দেশটির জাতীয় জরুরি বিভাগ আল আরাবিয়াকে জানিয়েছে, রোববার দুপুর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭