ক্লাব ইনসাইড

জবিতে আর্ত মানবতার সেবাই ‘এক টুকরো হাসিমুখ’ সংগঠন


প্রকাশ: 10/03/2024


Thumbnail

'মানুষ মানুষের জন্য' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে-অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ায় যাদের মূল চেষ্টা। এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। নাম তার ‘এক টুকরো হাসিমুখ’।

সংগঠনটির উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাড়ানো। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা মানুষকে সাহায্য করে থাকে। শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, রমজান মাসে ইফতার বিতরণ ও সেহরির আয়োজন, অসহায় মানুষকে স্বাবলম্বী করে এই সংগঠন ইতিমধ্যে সাড়া ফেলেছে। সংগঠনের মূল উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করে তোলা।

সংগঠনের প্রতিষ্ঠাতা আকরাম শেখ বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম পা রাখি তখন মনে হয়েছিল জীবন পরিবর্তন করব। রাস্তা দিয়ে যেতাম মানুষের হাহাকার দেখতাম। দেখতাম তাদের ক্ষুধার তাড়না। মনের মধ্য খারাপ লাগত। ঠিক এমন তাড়না আর খারাপ লাগা থেকে চিন্তা করি এসকল মানুষের জন্য কিছু করার। সেই থেকে শুরু করি "এক টুকরো হাসিমুখ" সংগঠনের কার্যক্রম।’

তিনি আরও বলেন, ‘এবার রমজান প্রায় চলে এসেছে। "এক টুকরো হাসিমুখ" সংগঠনের সদস্যরা অধীর আগ্রহ নিয়ে বসে আছে তাদের কাজের জন্য। বিশ্ববিদ্যালয় জীবন কেবল তাদের ডিগ্রি নয়, মানবিকতার শিক্ষা দেবে। তাদের মানবিক করে গড়ে তুলবে, এই আশা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।’

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা জামিল বলেন, ‘অসহায় মানুষের অনাহার আর ক্ষুধার যন্ত্রণা দেখে নিজেকে বড় অসহায় মনে হয়েছে। তখন ভেতর থেকে মনে এসেছে বিশ্ববিদ্যালয় তো কেবল কিছু নোট আর বই পড়ে ডিগ্রি নেওয়ার জায়গা নয়। ভাবতাম যদি এদের জন্য কিছু করতে পারতাম। সেই ভাবনা আর আগ্রহ থেকেই এই কাজ করা। আশা করি এই সংগঠন মানুষের মুখে হাসি ফোটাবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭