ইনসাইড বাংলাদেশ

ছাত্রলীগে ঢুকেছে বিএনপি-জামাত : শিগগিরই শুদ্ধি অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2018


Thumbnail

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের অবস্থান নিয়ে সোমবারা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা পদত্যাগের কথা জানান। তবে বিশ্ববিদ্যালয়ের তিন জনের পদত্যাগের কথা শুনলেও সাংগঠনিকভাবে পদত্যাগপত্র পাননি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এই বিষয়ে কয়েকজন ছাত্রলীগ নেতা বলেন, কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন না থাকায় এবং আন্দোলনে তাদের থাকাটা সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগ করেছেন ছাত্রলীগের এই তিন নেতা। 

এই পরিপ্রেক্ষিতে জানা গেছে, ছাত্রলীগের মধ্যে অনেক বিএনপি জামাত ঢুকে গেছে, যাঁরা ভেতরে থেকেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ছাত্রলীগের সম্মেলনের আগে এই ষড়যন্ত্র আরও বাড়বে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, `ছাত্রলীগের একটি অংশ বিএনপি জামাত থেকে ঢুকেছে। বিভিন্ন রকম অপকর্ম করছে তারা। এরকম তথ্য আমরা জানতে পেরেছি।` তিনি আরও বলেন, `এ ব্যাপারে আমরা সচেতন। সম্মেলনের আগেই আমরা এই শুদ্ধি অভিযান করব।` 


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭