ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামে বাস চাপায় প্রাণ গেলো ভিক্ষুকের


প্রকাশ: 10/03/2024


Thumbnail

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে বাস চাপায় অজ্ঞাতনামা (৭০) এক ভিক্ষুক নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত নিহতের কাছ থেকে অনেক খুচরা টাকা পয়সা পাওয়া গেছে। হন। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ ভিক্ষুক। নিহতের মাথা থেতলে যাওয়ায় তাকে চেনা যাচ্ছে না।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭