ইনসাইড গ্রাউন্ড

সাফের ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ


প্রকাশ: 10/03/2024


Thumbnail

এইতো কিছুদিন আগের কথা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ও ভারত। যে ফাইনাল খেলা মাঠে গড়িয়েছিল ঠিকই, কিন্তু পরাজিত হয়নি কেউই। নির্ধারিত ৯০ মিনিট থেকে শুরু করে ট্রাইব্রেকার, এদিন খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নাটকীয়তা।

গত ৮ ফেব্রুয়ারি মাঠে গড়িয়েছিল এ ফাইনাল। যেখানে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। কিন্তু টাইব্রেকার ১১-১১ গোলে খেলা থেকে যায় অমীমাংসিত তারপর দুই দলের মধ্যে উত্তেজনাপূর্বক অবস্থা ও নাটকীয়তার মধ্যে যৌথভাবে দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।

আবারও এক সাফের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। তবে সেটি সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের। যেখানে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার বিকেল সোয়া ৩ টায় নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ভারতের হয়ে একটি গোল করেন আনুশকা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ভারতকে এগিয়ে নেন আনুশকা। সতীর্থের লম্বা পাস থেকে বল সংগ্রহ করেই কোনাকুনি শটে বাংলাদেশের জালে বল পাঠিয়ে দেন তিনি। এর মিনিট আটেক পরেই আবারো বাংলাদেশের ডেরাই আক্রমণ চালায় ভারত। তবে সে যাত্রাই বেঁচে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে অর্পিতারা। কিন্তু বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৪১তম মিনিটে ফ্রি কিক পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভারতের শক্ত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় টিটুর শিষ্যরা। এরপরেই কর্নার কিক থেকে ভারতের ডি-বক্সে আক্রমণ চালায় সাথী-ফাতেমারা। কিন্তু দারুণ দক্ষতায় দলকে বিপদ থেকে রক্ষা করে এলিজাবেথ-রুপশ্রীরা।

শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরিতিতে যায় অর্পিতার দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭