ওয়ার্ল্ড ইনসাইড

রমজান উপলক্ষ্যে ৯০০ পণ্যের দাম কমালো কাতার


প্রকাশ: 10/03/2024


Thumbnail

পারস্য উপসাগরের দেশ কাতার রমজানকে সামনে রেখে ৯০০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজানকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে। তারা রমজানের জন্য ৯০০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে।

৪ মার্চ থেকে দেশটিতে পণ্যের এই দর কার্যকর করা হয়েছে। এটি রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

দাম কমানো এসব পণ্যের মধ্যে রয়েছে- দুধ, দই এবং দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা সামগ্রী, রান্না এবং তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, পানীয় খাবার জুস, মধু, তাজা মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি এবং রাবি গোলাপ জল।

মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্যের দোম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে এগুলো মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭