ওয়ার্ল্ড ইনসাইড

কী আছে আম্বানির ২৭ তলা বাসভবন ‘অ্যান্টিলিয়ায়’?


প্রকাশ: 11/03/2024


Thumbnail

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার পরিবার থাকেন মুম্বাইয়ে ২৭ তলার একটি বিলাসবহুল ভবনে। বাসভবনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যান্টিলিয়া’ ভবন। বাসভবনটি ৪ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এবং এর মূল্য প্রায় ১৫ হাজার কোটি রুপি। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ২৭ তলা বিশিষ্ট এই বাসভবনটি অতি-বিলাসী এবং সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে সম্পূর্ণরূপে সজ্জিত। ভবনটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে ভবনটি নির্মাণ করা হয়। এটির নাম করণ করা হয়েছে ইউরোপীয় একটি পৌরাণিক দ্বীপের নামানুসারে। 

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ভবনটি নির্মাণে ১ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। এছাড়া ২০১৪ সালে প্রায় চার লাখ বর্গফুটের বাড়িটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ভবনটিতে ছয়তলা ভূগর্ভস্থ পার্কিং, নয়টি এলিভেটর, তিনটি হেলিপ্যাড, ৫০ আসনের একটি সিনেমা থিয়েটার, সুইমিংপুল, স্পা ও স্বাস্থ্য ক্লাব রয়েছে। 

বাকিংহাম প্যালেসকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে আখ্যায়িত করা হয়। এই হিসেবে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাড়ি ‘অ্যান্টিলিয়া’। 

মার্কিন প্রভাবশালী ফোর্বস সাময়িকীর তথ্যমতে, এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আর বিশ্বে ধনীর তালিকায় তার অবস্থান নবম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭