ইনসাইড গ্রাউন্ড

ফুটবলে এগোচ্ছে বাংলাদেশের নারীরা


প্রকাশ: 12/03/2024


Thumbnail

কেউ ফুলের মালা নিয়ে অপেক্ষা করছেন, তো কেউ মিষ্টি হাতে নিয়ে। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের অভ্যর্থনা জানাতে কর্মীদের এমন দৃশ্য দেখা যায়। তবে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে এমন দৃশ্যের দেখা রোজ রোজ পাওয়া যায় না।

তবে গতকাল দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় কাঠমান্ডু থেকে সাফের চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের নারীদের অভ্যর্থনা জানানোর সময়।

গত রোববার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের নাটকীয় ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর সেজন্যই গতকাল লাল-সবুজের প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী কমিটির অনেকেই।

বাফুফের নারী ফুটবল নিয়ে এক দশকের বেশি সময় কাজ করছেন মাহফুজা আক্তার কিরণ। বিমানবন্দরে তিনি প্রাথমিক প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ নাম্বার ওয়ান হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। তিনি বলেন,‘সাফের দু’টি বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ টানা চ্যাম্পিয়ন। সিনিয়র সাফেও আমরা চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ নাম্বার ওয়ান।’

নারী ফুটবলারদের এই অর্জনকে কিরণ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন,‘সম্মিলিত টিম ওয়ার্কে আমাদের এই সাফল্য। মেয়েরা মাঠে যেমন কষ্ট করে। তাদের সঙ্গে প্রত্যেক কোচিং স্টাফের নিরলস পরিশ্রম এবং আমাদেরও প্রচেষ্টার মাধ্যমেই এই সাফল্য।’

নারী ফুটবলে কোচ হিসেবে কাজ করছেন সাইফুল বারী টিটু। নিজে জাতীয় ফুটবল দলে খেলেছেন। কোচিং করিয়েছেন একাধিকবার। দেশের ফুটবলে অন্যতম শীর্ষ কোচ নারী দলে কাজ করা একটু বিশেষ ধরন বলে আখ্যায়িত করলেন,‘মেয়েদের জন্য আলাদা ফিলিংস থাকে পুরো দেশবাসীরই। যা কাজ করতে অনেক সহায়ক করে আমাদের।’

অনুর্ধ্ব ১৬ দলের অনেক নারী ফুটবলারই প্রথম বারের মতো বিদেশ সফর করেছেন। অনেকেরই দেশের জার্সিতে প্রথম খেলা। এমন প্রতিকূলতার মধ্যেও শিরোপা জয় সম্পর্কে বলেন,‘অনুর্ধ্ব ১৬ মানে প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে মাত্র প্রবেশ করা। প্রথমবার তারা বিদেশ ও জাতীয় দলে খেললেও তারা সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। যা অত্যন্ত সন্তোষজনক। তারা মাঠে লড়েছে বাইরে ফেডারেশনের সভাপতি থেকে শুরু করে সবাই সহযোগিতা করেছে।’

ফাইনাল মানেই স্নায়ুচাপের লড়াই। অ-১৯ ও ১৬ দুই টুর্নামেন্টেই খানিকটা স্নায়ুচাপ ছিল ফুটবলারদের। সেটা নিরসনের চেষ্টা করেছেন কোচ,‘ অনেক সময় অনেকে প্রেশার নিতে পারে না। দু’টি ফাইনালেই আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। ফাইনালও অন্য ম্যাচের মতোই একটি বলে স্নায়ুচাপ কাটানোর চেষ্টা করেছি।’

ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জনপ্রিয়তা ক্রিকেটে বেশি থাকলেও বর্তমানে দেশের নারীরা দক্ষিণ এশিয়ার ফুটবলে যে শ্রেষ্ঠত্ব অর্জন করছে এতে করে খুব বেশি সময় নেই যেদিন বিশ্ব মঞ্চেও বড় সফলতা অর্জন করবে তারা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭