ইনসাইড গ্রাউন্ড

আমাকে কীভাবে আটকাতে হয় প্রতিপক্ষ জানে না: ভিনি


প্রকাশ: 12/03/2024


Thumbnail

গত রোববার দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এতে করে লা লিগা শিরোপার দৌঁড়ে আরও এক ধাপ এগিয়েছে তারা। তবে এ জয়ে রিয়ালের অন্যতম নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। কারণ দলের হয়ে প্রধমার্ধেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন এ ব্রাজিলিয়ান উইঙ্গার।

শুধু সেই ম্যাচেই নয়, চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ভিনি। ২৭ ম্যাচে করেছেন ১৬ গোল, সঙ্গে আছে আরও ৮ গোলে সহায়তা। কোচ কার্লো আনচেলত্তিও ছন্দে থাকা ভিনিসিয়ুসকে দলের সুবিধামতো খেলাচ্ছেন। মাঠে বিভিন্ন পজিশনে খেলতে হলেও মোটেই বিরক্ত নন ভিনি। বরং এ প্রক্রিয়ায় খেলে তিনি আরও ‘অপ্রতিরোধ্য’ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেছেন নিজেই।

দলকে সেরা উপায়ে সহায়তা করতে চান জানিয়ে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি যা চাই, তা হলো সম্ভাব্য সেরা উপায়ে দলকে সাহায্য করতে। এমনকি নিজের খেলার ধরন বদলাতেও আমার সমস্যা নেই। তাই যখন আমি উইঙ্গার হিসেবে খেলি না, তখন মাঝে কিংবা প্লেমেকার হিসেবে খেলি। এ প্রক্রিয়াতেই অপ্রতিরোধ্য এবং প্রতিপক্ষ খেলোয়াড়েরা জানে না, আমাকে কীভাবে আটকাতে হয়।’

বিভিন্ন পজিশনে খেলে খুশি কি না, জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি খুবই খুশি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। মৌসুমের এমন সময়ে ছন্দে থাকতে পেরে আনন্দিত। এখন মৌসুমের সেরা ম্যাচগুলো সামনে আসছে। আমি এভাবেই চালিয়ে যেতে চাই। আশা করছি, কোনো চোট ছাড়াই চালিয়ে যেতে পারব; এটা চলতি মৌসুমে আমাকে খুব ভুগিয়েছে।’

সমর্থকদের জন্য সবকিছু জিততে চান জানিয়ে ভিনি এরপর যোগ করেন, ‘এই স্টেডিয়াম এবং এর সমর্থকেরাই পার্থক্য গড়ে দেয়। প্রতিটি ম্যাচে আমাদের ভালো করতে হবে। নিজেদের কাছেই আমাদের চাহিদা অনেক। শুরু থেকে আমাদের মানসিকতা একই রকম, প্রতিটি ম্যাচ জয়ের জন্য খেলা। এই সমর্থকদের সবকিছু প্রাপ্য।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭