ইনসাইড গ্রাউন্ড

শর্ত দিয়ে খেলা এটা কেমন দেখায়, তামিম ইস্যুতে সুজন


প্রকাশ: 12/03/2024


Thumbnail

গেল বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর অবসর, ফিরে আসা, বিশ্বকাপের দল থেকে বাদ পড়া- সবকিছু নিয়ে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে দিয়ে গেছেন তিনি। এমনকি দ্বারস্থ হয়েছেন প্রধানমন্ত্রীরও।

তবে তামিম আবারও বিপিএলের মাধ্যমে ফিরেছেন ২২ গজে। আর বিপিএল শেষের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে চলছে নানা আলোচনা।

আর বিপিএলের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর সেই আলোচনা আরও জোরদার হয়। সে সময় দেশ সেরা এই ওপেনার বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’

তামিমের এই কথার সূত্র ধরে শনিবার (৯ মার্চ) বসা বিসিবির বোর্ড সভায় সভাপতি নাজমুল হাসানকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, তামিমের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলা হবে। তামিমের ফেরা ইস্যুতে এত আলোচনায় কিছুটা বিরক্ত আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে শর্ত দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি বিব্রত করছে। সোমবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সের বিপক্ষে প্রিমিয়ার লিগে আবাহনীর ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেন সুজন।

সেখানে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওর সঙ্গে ওভাবে বসে কথা হয়নি।’

এরপর তিনি বলেন, ‘আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো। কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো।’

সুজন আরও বলেন, ‘এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়।’

বিসিবির এ পরিচালক এরপর বলেন, ‘আমি মূলত কোনো মন্তব্যই করতে চাই না এই বিষয়টা নিয়ে। তবে আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল-এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’

তামিমের শর্ত জুড়ে দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, ‘টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন…অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭