ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক ইউপি সদস্য গ্রেপ্তার


প্রকাশ: 12/03/2024


Thumbnail

গোপালগঞ্জের কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে সৈয়দ শরিফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। এসময় তার কাছ থেকে ১ টি দেশী ওয়ান শুটারগান, ১ টি চাপাতি এবং ৬ টি ধাতব তৈরি ঢাল জব্দ করা হয়।

সোমবার (১১ মার্চ) সকালে র্যাব-৬ তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।

র্যাব-৬ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, আলফাডাঙ্গা ইউনিয়নের বিদ্যাধর গ্রাম এবং আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল সৈয়দ শরিফুল ইসলাম নামে এই ইউপি সদস্য। খবর পেয়ে র্যাব অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।  

র্যাব-৬ এর কর্মকর্তা রাসেল আহমেদ জানান, র্যাবের আভিযানিক দলটি খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে পৌঁছামাত্র তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার বাড়ীর পূর্ব পার্শে¦র টিনসেড রান্নাঘর থেকে ১ টি দেশী ওয়ান শুটারগান, ১ টি চাপাতি এবং ৬ টি ধাতব তৈরি ঢাল জব্দ করেন।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসমাীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাবের ওই কর্মকর্তা নিশ্চিত করেন।

গ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্রসমূহ নিজ হেফাজতে রাখার কথা র্যাবের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭