ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইশাক দার


প্রকাশ: 12/03/2024


Thumbnail

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতা ইশাক দার (৭৩)।  

সোমবার(১১ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবনে শপথ নেন ইশাকসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ সদস্য। 

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইশাক দার।  সেসময় অর্থমন্ত্রী হিসেবে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

অনাস্থা ভোটে  ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর মোট ১৭ মাস শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইশাক। তার আমলেই প্রথমবার পাকিস্তানের ব্যাংক সুদের হার ২২ শতংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়। এছাড়া এ সময় জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকিও প্রত্যাহার করা হয়েছিল। ফলে সাধারণ জনগণের ওপর সে সময় চাপ বাড়ে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭