ইনসাইড সাইন্স

ফেসবুকের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/04/2018


Thumbnail

ফেসবুক নিজেদের অবস্থা উত্তরনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনায় তথ্য চুরি হওয়া আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ শুরু করতে যাচ্ছে ফেসবুক।

আর তাই তারা এনেছে নতুন পদ্ধতি। এই ব্যবহারকারীরা ছাড়াও প্রায় দুই কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী এই সুবিধা পাবেন। তাদের নিউজ ফিডের একদম উপরে একটি লিঙ্ক দেখতে পাবেন যাতে তারা পাবেন কোন অ্যাপগুলো ব্যবহার করছেন আর তাদের কী কী তথ্য শেয়ার করছে।

ফেসবুক জানায়, বেহাত হওয়া তথ্য থেকে ব্যবহারকারীদের  স্থান শনাক্ত করা গেছে। প্রায় আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার হাতে গেছে বলে বৃহস্পতিবার ধারণা প্রকাশ করে ফেসবুক। ওই গ্রাহকদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে এক কোটি ৬০ লাখ ব্যবহারকারী অন্য দেশের, যাদের মধ্যে প্রায় ১১ লাখ যুক্তরাজ্যে থাকেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনী প্রচারণায় ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা অপব্যবহারের অভিযোগ ওঠার পরই এ বিষয়টি আলোচনায় উঠে আসে।

এদিকে, ফেসবুক প্ল্যাটফর্মে জনপ্রিয় সব পেজ পরিচালনাকারীদের পরিচয় শনাক্ত করতে বিশেষ ব্যবস্থা নেবে ফেসবুক। অপপ্রচার ও ভুয়া খবর ঠেকানোর এ উদ্যোগের কথা জানান ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, বড় পেজগুলোকে পরীক্ষা করা হবে। যেসব পেজ মালিক তাঁদের পেজের পরিচয় জানাবে না, তাঁদের ফেসবুকে কোনো পোস্ট দিতে দেওয়া হবে না।

অনেকেই আছেন পরিচয় লুকিয়ে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পেজ পরিচালনা করেন। এ ধরনের ভুয়া ব্যবহারকারী ঠেকাতেই এই উদ্যোগ।

রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ন্ত্রণের নীতিমালায় সমর্থন দেওয়ার কথা বলেছেন জাকারবার্গ। তিনি বলেন, এটা করতে গেলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের উৎস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে।

যেকোনো একটি প্ল্যাটফর্মের চেয়ে নির্বাচনে হস্তক্ষেপ একটি বড় সমস্যা। এ কারণে ‘অনেস্ট অ্যাডস অ্যাক্ট’ নীতিমালা সমর্থন করার কথা বলেন জাকারবার্গ। এতে অনলাইনে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে একটি বাধা তৈরি হবে। তবে এ ধরনের পদক্ষেপ নেওয়ার পরও সবকিছু দ্রুত ঠিক হবে না বলেই মনে করেন তিনি।

জাকারবার্গ বলেন, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া থেকে যেভাবে বিজ্ঞাপন এসেছে, এভাবে যাতে কেউ ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে আর সুযোগ নিতে না পারে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭