ওয়ার্ল্ড ইনসাইড

ড্রোন হামলায় রাশিয়ার ২ তেলের ডিপোয় আগুন


প্রকাশ: 12/03/2024


Thumbnail

রাশিয়ার দুটি তেলের ডিপোতে আগুন লেগেছে। এ দুটি ডিপোয় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল।

মঙ্গলবার (১২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, রাশিয়ার দুটি তেলের ডিপোয় আগুন লেগেছে। এ দুটি ডিপোর একটি হলো মস্কোর পূর্ব থেকে ৪৫০ কিলোমিটার দূরের শহর কস্তোভোয় এবং অপরটি ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে ১৬০ কিলোমিটার দূরের শহর ওরওলে। এ দুটি ডিপোয় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেলগ্রোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, ইউক্রেনের সেনারা তাদের খারকিভ শহরের নিকটবর্তী রাশিয়ার বেলগ্রোদেও রাতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউক্রেনের এ হামলায় ৭টি কমিউনিটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭