ইনসাইড পলিটিক্স

ডিসেম্বরেই কাউন্সিল করবে বিএনপি


প্রকাশ: 12/03/2024


Thumbnail

বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আগে ডিসেম্বরেই দলের কাউন্সিল অধিবেশন সমাপ্ত করতে চায়। অষ্টম কাউন্সিল করার জন্য দিন তারিখ চূড়ান্ত না হলেও চলতি বছরের শেষ দিকে এই কাউন্সিল করার ব্যাপারে মোটামুটি দলের ভিতরে সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। 

যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে, তারা দলের কাউন্সিল করবে এবং যথাশীঘ্র করবেন। কিন্তু দলের বিপুল নেতাকর্মী এখনো কারাগারে অন্তরীণ রয়েছেন। তারা কেউ কেউ মানবেতর জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে দলের কাউন্সিল করার বাস্তব অবস্থা নেই। তবে তারপরও সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে এবং চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিএনপি কাউন্সিল করতে চায়। 

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে, বিএনপির এবারের কাউন্সিল করার ব্যাপারে যেমন দলের তৃণমূল এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের একটা চাপ আছে, তেমনি আন্তর্জাতিক মহল থেকেও বিএনপিকে সংগঠন গোছানোর পরামর্শ দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে যে, এই মুহুর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো পরিস্থিতি নেই। আর এই পরিস্থিতি না থাকার কারণে সংগঠন গুছিয়ে আরও কিছুদিন প্রস্তুতি গ্রহণ করা উচিত। আর এই উপলব্ধি থেকেই বিএনপি ডিসেম্বর নাগাদ কাউন্সিল অধিবেশন সম্পন্ন করতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে। 

এই কাউন্সিলের আগে ঈদের পরপরই একটি গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে গঠনতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হবে বলেও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। যেহেতু তারেক জিয়া লন্ডনে অবস্থান করছে এবং তিনি দুইটি মামলায় দণ্ডিত হয়েছেন। কাজেই তিনি কাউন্সিল এর মাধ্যমে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হতে পারবেন কিনা তা নিয়ে আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পরিমন্ডলেও এধরনের অবস্থান গ্রহণযোগ্যতা পাবে না। এ কারণেই তারেক জিয়াকে কোন জায়গায় দেওয়া যায়, যাতে তিনি দলের নীতিনির্ধারক হিসেবেও থাকেন আবার অন্যদিকে নির্বাহী দায়িত্বেও না থাকেন এরকম একটি অবস্থান খুঁজে বের করা হবে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে। 

অন্যদিকে বেগম খালেদা জিয়ার ভবিষ্যত নিয়েও কাউন্সিলে আলাপ আলোচনা হবে। যদিও বিএনপির একজন নেতা বলেছেন, বেগম খালেদা জিয়া যতদিন জীবিত থাকবে, তিনি দলের জন্য কাজ করতে পারুক না পারুক, তিনি চেয়ারপার্সন থাকবেন। এই অবস্থান বিএনপির সর্বস্তরেই রয়েছে। আর বিএনপির কাউন্সিলে সবচেয়ে বড় যে দেখার বিষয় সেটি হলো দলের মহাসচিব হিসেবে কারা দায়িত্ব নেন। 

তবে বিভিন্ন সূত্রগুলো বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প একজন খুঁজে পাওয়া বিএনপির জন্য কঠিন হবে। মির্জা ফখরুল বেশ কিছুদিন ধরেই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন। অন্তত মহাসচিব পদটি ছেড়ে দেওয়ার কথা বলছেন। কিন্তু তার বিকল্প না পাওয়ার কারণে তাকে এখন পর্যন্ত ঐ পদে ধরে রাখা হয়েছে। শেষ পর্যন্ত যদি মির্জা ফখরুলের বিকল্প না পাওয়া যায়, তবে অসুস্থ মির্জা ফখরুলকেই মহাসচিবের দায়িত্ব চালিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন হবে। বিশেষ করে স্থায়ী কমিটিতে অর্ন্তভুক্তির বিষয়ে মাঠের কাজকর্ম এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। যারা দলের জন্য দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করেছেন, কাজ করেছেন তাদেরকেই কেন্দ্রীয় নেতৃত্বে আনার পদক্ষেপ করবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঈদের পরপরই বিএনপির পক্ষ থেকে তাদের কাউন্সিল অধিবেশনের সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭