ওয়ার্ল্ড ইনসাইড

লিথুয়ানিয়ায় হামলার শিকার নাভালনির সহযোগী


প্রকাশ: 13/03/2024


Thumbnail

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর প্রায় এক মাসের মাথায় হামলার শিকার হলেন তার ঘনিষ্ঠ সহযোগী লিওনিদ ভোলকোভ।

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নিজের বাড়ির সামনে হামলার শিকার হন। মঙ্গলবার (১৩ মার্চ)  রাতে, গাড়ির ভেতরে থাকা অবস্থায় হামলা চালানো হয় তার ওপর। হাতুড়ি দিয়ে আঘাত করা হয় ভোলকোভের মাথায়। ছোড়া হয় টিয়ার গ্যাসও। তবে, হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ বছর বয়সী ভোলকোভ। তার রক্তাক্ত পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দলীয় নেতা-কর্মীরা। এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন তারা। এ ঘটনায় তদন্ত করছে লিথুয়ানিয়ার পুলিশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭