ইনসাইড গ্রাউন্ড

লংকান শিবিরে তানজিম সাকিবের তিন আঘাত


প্রকাশ: 13/03/2024


Thumbnail

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টির আক্ষেপ ঘুচিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে লংকানরা। এর মাঝে জোড়া আঘাত হেনেছেন তানজিম সাকিব।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে তিন উইকেটে ৮৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।

আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল মেন্ডিস। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা।

প্রথম পাওয়ার প্লে নির্বিঘ্নেই পাড়ি দেওয়ার পথে ছিলেন দুই ওপেনার। তবে ইনিংসের দশম ওভারে বাধ সাধেন তানজিম হাসান সাকিব। তার বলে উইকেটের পিছে ব্যক্তিগত ৩৩ রানে ক্যাচ তুলে দেন আভিষ্কা। এরপর তাইজুলের ওভারে লংকানরা নেয় এক রান। তারপরের ওভারে আবারও লংকান শিবিরে আঘাত হানেন তানজিম সাকিব। ১২তম ওভারের শুরুতেই সাকিবের বলে নিশাঙ্কার ক্যাচ লুফে নেন সৌম্য। এরপর ১৩তম ওভারে ১০ রান নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছিল লংকানরা। তবে ১৪তম ওভারের শুরুতেই আবারও আঘাত হানেন সাকিব। ওভারের প্রথম বলেই সাদিরা সামারাবিক্রমাকে ফেরান তিনি। বর্তমানে ক্রিজে রয়েছেন, লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা।

এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলংকা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭