ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, থাকছে কড়া নিরাপত্তা


প্রকাশ: 13/03/2024


Thumbnail

প্রায় দেড় মাসব্যাপী বিপিএল ব্যস্ততা শেষে বিশ্রাম পায়নি টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মাধ্যমে চলতি বছরে আন্তর্জাতিক খেলায় মাঠে নেমেছে নাজমুল হাসান শান্তর দল। যার মধ্যে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। সেখানে লঙ্কানদের বিপক্ষে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল মুখোমুখি হবে টেস্টে।

পুরুষ দলের মতো ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলেরও। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

আসন্ন এই সফরে কড়া নিরাপত্তা প্রটোকল পাচ্ছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সাধারণত বাংলাদেশে সফরে আসলে বড় বড় দলগুলোর নিরাপত্তা চাওয়া থাকে অনেক বেশি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলও নিরাপত্তা চেয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কর্তাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধি দল। মিরপুরে মাঠও ঘুরে গেছেন তারা। পুরুষ ক্রিকেটারদের মতোই সব ধরণের সুযোগ পাবেন অজি নারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার (১২ মার্চ) গণমাধ্যমকে বাশার বলেন, ‘আমরা তাদের জানিয়েছি, সিকিউরিটি প্রোটোকল হিসেবে ছেলে ক্রিকেটাররা যা পায়, সেটাই পাবে নারী ক্রিকেটাররা। এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যেমন সিকিউরিটি দরকার তা তাদেরকে জানানো হয়েছে এবং তা মেনে নিয়েছে তারা।’

প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া বাশারের মতে কঠিন। তবে ভালো করতে চায় টাইগ্রেসরা, ‘অস্ট্রেলিয়ার নারীদের দলটা কিন্তু খুব শক্তিশালী। বেশকিছু বিশ্ব মানের ক্রিকেটার আছে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা আমাদের মেয়েদের জন্য বড় সুযোগ বিশ্বকাপের প্রস্তুতির জন্য।’

বাংলাদেশ নারী দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে অনেক আগেই। যদিও এখনো মাঠে নামা হয়নি। বাশার বললেন আরও দুই সিজন পর টেস্ট খেলতে চায় টাইগ্রেসরা, ‘আমরা আরও দুই বছর পর টেস্ট খেলতে চাই। আমার মনে হয়, আমরা যদি আর দুইটা মৌসুম ফাস্ট ক্লাসে ভালো খেলতে পারি তারপরই আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলা উচিত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭