ইনসাইড বাংলাদেশ

নজরুল ইসলাম হতে পারেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব


প্রকাশ: 13/03/2024


Thumbnail

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম হতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। 

উল্লেখ্য যে, রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদটি শূন্য আছে।

ইহসানুল করিম এর মৃত্যুর পরপরই প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব কে হবেন এ নিয়ে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ ২০০৯ সালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার জন্য সিনিয়র সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ডেইলি সান এর সম্পাদক এনামুল হক চৌধুরীর নামও বেশ আলোচনায় রয়েছে। 

তবে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামই প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭