ইনসাইড পলিটিক্স

হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে


প্রকাশ: 13/03/2024


Thumbnail

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর মেডিকেল বোর্ড ওনার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার খবর পেয়ে গুলশানের বাসার সামনে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা।

সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবারও গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭