ইনসাইড গ্রাউন্ড

লাল-সবুজের জার্সিতে হামজার খেলা নিয়ে তৎপর বাফুফে


প্রকাশ: 14/03/2024


Thumbnail

বাংলাদেশ ফুটবলে একটা বড় সময় ধরে গুঞ্জন চলছে ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে। যে বাংলাদেশি এই বংশোদ্ভূত ফুটবলার খেলবেন লাল-সবুজের জার্সিতে। দীর্ঘদিন ধরে চলা এই গুঞ্জন তীব্র মাত্রা পায় হামজা চৌধুরীর নিজ থেকেই বাংলাদেশের জন্য খেলার ইচ্ছে পোষণের পর। তবে হামজা আদৌ বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কি না, বর্তমানে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

বাংলাদেশের ফুটপ্রেমিদের মতো জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরাও চান হামজা বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি আশাবাদী, হামজা বাংলাদেশের হবেন অচিরেই। বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন, হামজার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তিনি অচিরেই ভালো খবর দেওয়ার কথা বলেছেন। লেস্টার সিটির হামজা নিজেও ইঙ্গিত দিয়েছেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান।

এদিকে দীর্ঘ তিন মাস পর আজ (১৩ মার্চ) বাফুফেতে এসে সভাপতি কাজী সালাউদ্দিনকেও হামজাকে নিয়ে কথা বলতে হলো। তিনিও তার ব্যাপারে ইতিবাচক কথাই বলেছেন।

দীর্ঘ দিন চিকিৎসার পর বুধবার প্রথম এসেছিলেন বাফুফেতে। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে সালাউদ্দিন কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। হামজাকে নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফে সভাপতির উক্তি ব্যবহার করে একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই দেখা যায়। হামজার ব্যাপারে কাজী সালাউদ্দিন নাকি বলেছেন, তাকে বাংলাদেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে। এ ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে বাফুফে বসের সাফ কথা, ‘আমাকে দেখলে কি পাগল মনে হয়! হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। আমি অমন কথা কেন বলতে যাব?’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭