ইনসাইড বাংলাদেশ

পটুয়াখালীতে চড়া দামে খেজুর বিক্রি, ৭ ব্যবসায়ীর জরিমানা


প্রকাশ: 14/03/2024


Thumbnail

পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১ টায় কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেশি দামে খেজুর বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মা-বাবা ফল ভান্ডারকে ৫ হাজার, মায়ের দোয়া ফল ভান্ডার ও মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার, মেসার্স আরিফ স্টোর, আকাশ ফল ভান্ডার, ভাই ভাই ফল ভান্ডার এবং হাসান ফল ভান্ডারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

পটুয়াখালী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭