ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের অগ্নি উৎসবে নিহত ১৪, আহত ৩ হাজার


প্রকাশ: 14/03/2024


Thumbnail

ইরানের ঐতিহ্যবাহী অগ্নি উৎসব। এই উৎসব উদযাপরনের সময় ১৪ জন নিহত এবং আহত হয়েছে তিন হাজারের বেশি মানুষ। বুধবার (১৩ মার্চ) এমনটা জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ মার্চ ইরানে অনুষ্ঠিত হবে নওরোজ উৎসব। উৎসব উদযাপনের সময় ইরানিরা আতশবাজি জ্বালায়। পারস্য রীতি অনুযায়ী আগুন নিয়ে বিভিন্ন ধরণের খেলাও দেখানো হয়। প্রতি বছরই এই উৎসবে ইরানজুড়ে বহু মানুষ হতাহত হন। তবে গতবারের তুলনায় এবারের আয়োজনে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 ফারসি ভাষায় ‘চাহারশানবে সুরি’ নামের ওই অগ্নি উৎসব প্রত্যেক বছর ইরানি ক্যালেন্ডার বর্ষের শেষ মঙ্গলবার রাতে পালন করা হয়। যা এই বছর আগামী ২০ মার্চ শেষ হবে। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মা তাড়ানোর জন্য কয়লার আগুনে ঝাঁপিয়ে ‘আমি তোমাকে আমার হলুদ রঙ (রোগ নির্দেশক রঙ) দিই’ এবং ‘আমি তোমার লাল রঙ (জীবনের প্রতীক) ধারণ করি’ স্লোগান দেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭