ইনসাইড গ্রাউন্ড

আবারও ব্যর্থ লিটন


প্রকাশ: 15/03/2024


Thumbnail

টি-টোয়েন্টিতে ধাক্কার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে দাপুটে জয়ের মাধ্যমে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়। আর সিরিজ জয়ের মিশনে শুক্রবার (১৫ মার্চ) টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। যেখানে ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ডানহাতি এ ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে এক উইকেটে ২৯ রান।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি কুশল মেন্ডিস। এতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন দিলশান মাদুশঙ্কা।

ইনিংসের প্রথম ওভারেই লিটনকে ওয়েল্লালাগের তালুবন্দী করেন দিলশান। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। আজকের ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।

এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭