ওয়ার্ল্ড ইনসাইড

কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ


প্রকাশ: 15/03/2024


Thumbnail

দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছে এক নাবালিকা। 

১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সেই সময়ই যৌন হেনস্থার ঘটনা ঘটে বলে জানা গেছে।

লোকসভা ভোটের আগে কর্নাটকে ঘুরে দাঁড়াতে লিঙ্গায়েত জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা তথা সারবক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার উপরেই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা।

তার এক পুত্র বিজয়েন্দ্রকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর এক পুত্র রাঘবেন্দ্র পেয়েছেন শিমোগা কেন্দ্রের টিকিট।

এই পরিস্থিতিতে পকসো মামলা নির্বাচনের প্রচারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী থাকাকালীন উপমুখ্যমন্ত্রী করেছিলেন বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখায় অভিযুক্ত লক্ষ্মণ সড়াভীকে। এটা নিয়ে সে সময় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭