ওয়ার্ল্ড ইনসাইড

প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন রাশিয়ার ভোটকেন্দ্রে বোমা হামলা


প্রকাশ: 16/03/2024


Thumbnail

প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন সময় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক ভোটকেন্দ্রে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এক নারী এ ঘটনা ঘটিয়েছে বলে শুক্রবার দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

নির্বাচনী কর্মকর্তা ম্যাক্সিম মেকসিন টেলিগ্রাম অ্যাপে জানান, সন্দেহভাজন ওই নারীর বয়স ২০ বছর।
এর বাইরে রাশিয়া অধিকৃত দক্ষিণ ইউক্রেনের একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অধিকৃত খেরসন অঞ্চলে মস্কোর নির্বাচন কমিশন বলেছে, “স্কাদভস্কে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক যন্ত্র একটি ভোটকেন্দ্রের সামনে থাকা আবর্জনার বাক্সে লাগানো ছিল। এটি বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭