ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের নতুন মেয়াদ নিয়ে কি উদ্বিগ্ন পশ্চিমারা?


প্রকাশ: 16/03/2024


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন আরও ছয় বছর ক্ষমতায় থাকতে চলেছেন। শুক্রবার ( ১৫ মার্চ) থেকে রোববার (১৭ মার্চ) পর্যন্ত চলবে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন।

নির্বাচন শেষে তিনি কি করতে যাচ্ছেন সেটাই এখন মনোযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুতিন আরও এক মেয়াদে ক্ষমতা গ্রহণ করে কী করতে পারেন তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমা পর্যবেক্ষকরা।

এক প্রতিবেদনে এপি জানিয়েছে, রাশিয়ায় ভোটদান শেষ হচ্ছে রবিবার এবং এটা নিশ্চিত যে এর ফলে পুতিন ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন। আর তার অর্থ হচ্ছে তিনি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে টানা তিরিশ বছর রাশিয়ার নেতৃত্ব দিতে চলেছেন। এ পর্যন্ত তিনি যে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রয়েছেন এবং দেশের ভেতরে বিরোধী কন্ঠকে কার্যকর ভাবে রোধ করেছেন, তাতে পুতিনের হাত আরও শক্ত হয়েছে এবং সম্ভবত অনিয়ন্ত্রিত থেকেছে।

এই অবস্থান আরও শক্তিশালী হয়েছে রুশ অর্থনীতির বিস্ময়কর স্থিতিস্থাপকতার কারণে। যদিও ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার উপর ব্যাপক ভাবে পশ্চিমি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এতে রাশিয়ার অর্থনীতির খুব বেশি ক্ষতি হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭