ওয়ার্ল্ড ইনসাইড

সিনেট নির্বাচনে পিটিআইয়ের প্রার্থী দিলেন ইমরান খান


প্রকাশ: 17/03/2024


Thumbnail

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর ইতোমধ্যে সরকার গঠিত হয়েছে। এখন সংসদের উচ্চকক্ষ সিনেট নির্বাচনের পালা। আগামী ২ এপ্রিল সিনেট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এই ভোট উপলক্ষে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের অনুমোদনের পর শনিবার (১৬ মার্চ) প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। খবর জিও নিউজের।

গত সপ্তাহে মেয়াদ শেষ হলে সিনেটের ৩৮টি আসন ফাঁকা হয়। এসব আসনে আগামী মাসে ভোটের আয়োজন করবে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ঘোষিত তপশিল অনুযায়ী, গতকাল শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

এর আগে প্রার্থীদের নাম পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান চূড়ান্ত করেছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দলের সিনিয়র নেতা আসাদ কায়সার। তবে সব সন্দেহ দূর করে

শনিবারই এক এক্সবার্তায় ইমরান খান অনুমোদিত প্রার্থীদের নামের একটি তালিকা প্রকাশ করে পিটিআই।

এখানে প্রদেশভিত্তিক প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলো :

খাইবার পাখতুনখাওয়া
সাধারণ আসন :
মুরাদ সাঈদ (কভারিং : আজহার মাশওয়ানি)
ফয়সাল জাভেদ খান
মির্জা আফ্রিদি
ইরফান সেলিম
খুররম জিশান
টেকনোক্র্যাটস :
আজম স্বাতী
ইরশাদ হোসেন
নারী :
আয়েশা বানো
রুবিনা নাজ
পাঞ্জাব
সাধারণ আসন :
হামিদ খান
জুলফি বুখারি (কভারিং : ওমর সরফরাজ চিমা এবং কর্নেল ইজাজ মিনহাস)
টেকনোক্র্যাটস :
ডা. ইয়াসমিন রশিদ
নারী আসন
সানাম জাভেদ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭