ওয়ার্ল্ড ইনসাইড

ছিনতাই করা জাহাজটি নিয়ে সাগরে ঘুরে বেড়িয়েছে জলদস্যুরা


প্রকাশ: 17/03/2024


Thumbnail

ভারতীয় নৌবাহিনী বিশেষ কমান্ডো অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের ছিনতাই করা মাল্টার একটি মালবাহী জাহাজ জব্দ করেছে। এ সময় ১৭ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। 

শনিবার ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান। 

তিন মাস ধরে ছিনতাই করা এই জাহাজটি নিয়ে ভারত মহাসাগরে ঘুরে বেড়াত সোমালিয়ার জলদস্যুরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতীয় নৌবাহিনী নিজেদের পেজে এ নিয়ে একটি পোস্টও দিয়েছে। নৌবাহিনীর পোস্টে বলা হয়েছে, মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ রুয়েন নিয়ে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই আত্মসমর্পণ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ধারণা করছে, রুয়েন থেকেই বাংলাদেশি মালিকানাধীন জাহাজ আব্দুল্লাহতে হামলা চালিয়েছিল জলদস্যুরা। মহাসাগরে এই জাহাজটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তারা অন্যান্য জাহাজে হামলা চালাত।

ভারতের নৌবাহিনী জানিয়েছে, রুয়েন জাহাজটিতে অভিযান চালানোর সময় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। তবে অভিযান শেষে জাহাজে থাকা সব নাবিককে অক্ষত উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক আছে কি না তা-ও পরীক্ষা করা হয়েছে।

রুয়েন নামের জাহাজটি গত বছরের ১৪ ডিসেম্বর ছিনতাই করা হয়।

শুক্রবার জাহাজটিকে আটকের কথা জানায় নৌবাহিনী। এর আগে নজরদারি করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল যুদ্ধজাহাজ থেকে। জলদস্যুরা সেটি লক্ষ্য করে গুলি চালায়। ওই অভিযানের বেশ কিছু ছবি ও ভিডিও নিজেদের এক্স প্ল্যাটফরমে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

এদিকে এই সপ্তাহের শুরুতে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে এই জাহাজটিরই সম্ভাব্য ব্যবহারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭