ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ১৫৮ অবৈধ অভিবাসী আটক


প্রকাশ: 17/03/2024


Thumbnail

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

শনিবার (১৬ মার্চ) ভোরে অপি পিন্টু নামের এক অভিযান চালিয়ে পেরাক রাজ্যের ইমিগ্রেশন তাদের আটক করে।

পেরাক ইমিগ্রেশন ডিরেক্টর মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেন, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। তারমধ্যে ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় তাদের আটক করা হয়।

আটকরা ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক। আটকদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৫৪ জন মহিলা, ৮ জন ছেলে এবং ৩ জন মেয়ে। যাদের বয়স ৯ থেকে ৬০ বছর। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭