ইনসাইড বাংলাদেশ

ইয়াহিয়া বৈঠক ডাকেননি, জনমনে উৎকণ্ঠা


প্রকাশ: 18/03/2024


Thumbnail

বঙ্গবন্ধু ও ইয়াহিয়া খানের দ্বিতীয় দফা বৈঠকের পর পরবর্তী আর কোনো আলোচনার সময় নির্ধারণ করা হয়নি। এ নিয়ে জনমনে উৎকণ্ঠা জন্মায়। অবশেষে রাতে ঘোষণা করা হয়, তৃতীয় দফা বৈঠক হবে কাল বেলা ১১ টায়।

১৮ মার্চও ঢাকার রাজপথে দিনভর ছাত্র-শ্রমিক-জনতার মিছিল চলতে থাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের কর্মসূচী বাস্তবায়নের জন্য শপথ নেয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল শহীদ মিনারে সাবেক বিমান সেনাদের শপথ গ্রহণ। ঢাকায় পাকিস্তান বিমানবাহিনীর সাবেক বাঙালি সৈনিকেরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন।

সারা দিন ধরে মিছিলের পর মিছিল করে উৎকণ্ঠিত মানুষ বঙ্গবন্ধুকে অকুণ্ঠ সমর্থন জানাতে তাঁরা বাসভবনে ভিড় করে। বঙ্গবন্ধু সহকর্মীদের সঙ্গে আলোচনার ফাঁকে ফাঁকে বৈঠক থেকে উঠে গিয়ে সমবেতদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেন। ভাষণে তিনি সবাইকে চরম প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমাদের উপর আঘাত এলে তা প্রতিহত করে শত্রুর ওপর পাল্টা আঘাত হানো।’

বিপুল সংখ্যায় দেশি-বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বাসভবনের সামনে জনতার ঢল দেখিয়ে বিদেশী সাংবাদিকদের তিনি বলেন, ‘বন্ধুরা, দেখুন, আমার দেশের মানুষ আজ মুক্তির প্রতিজ্ঞায় কী অটল-অবিচল। কার সাধ্য আছে এই উত্তাল জনসমুদ্রকে রোখে?’

রাতে শেখ মুজিব সেনাবাহিনী তলব-সংক্রান্ত তদন্ত কমিটি প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, ‘আমরা চেয়েছিরাম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রকাশ্য তদন্ত। যে তদন্ত কমিশনের কথা ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার উত্থাপিত দাবির পরিপূরক নয়। তাই আমি এই কমিশন মেনে নিতে পারি না।’

সকালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ওয়ালি) প্রধান ওয়ালী খান আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে ন্যাপের পশ্চিম পাকিস্তান শাখার সভাপতি গাউস বক্স বেজেঞ্জাও উপস্থিত ছিলেন।১

শ্রকিদের ওপর সেনা হামলা

সকালে সেনা সদস্যরা তেজগাঁও ও মহাখালীতে শ্রমিকদের ট্রাক হামলা চালান। তাঁরা নিরস্ত্র ট্রাক আরোহীদের নির্মম প্রহার করের তাঁদের টাকা পয়সা ছিনিয়ে নেন। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

ঘটনার পর আওয়ামী লীগ সংসদীয় দলের উপনেতা ও দলের জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম হয়রানির শিকার লোকজনের প্রতি সমবেদনা এবং সেনা সদস্যদের প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেন।২

ইয়াহিয়ার আহ্বানে ভুট্টোর অস্বীকৃতি ও হুমকি

পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্টের আমন্ত্রণে শাসনতন্ত্র নিয়ে আলোচনার জন্য শুক্রবার ঢাকায় যেতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে কোনো জবাব না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন। ভুট্টো করাচিতে পশ্চিম পাকিস্তানে একটি গণ আন্দোলন শুরু করার লক্ষ্যে তাঁর দলের প্রস্তুতি গ্রহণের কথাও ঘোষণা করেন। তিনি বলেন, পিপলস পার্টিকে ক্ষমতার হিস্যা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হলে তিনিও চুপ করে বসে থাকবেন না।৩

 

সূত্র: ১. ইত্তেফাক, ১৯ মার্চ ১৯৭১। ২. পূর্বোক্ত। ৩. পূর্বোক্ত, ১৯ ও ২০ মার্চ ১৯৭১  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭